তখন নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ তাবির হোসেন খান পাভেল এর নেতৃত্বে করোনা দাফন টিম করোনা মৃতের দাফন নিয়ে ব্যস্ত।
ঈদের দিনেও থেমে তাদের কার্যক্রম,
গতকাল রাতে ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা যান নবাবগঞ্জের আগলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরুজ খান,তার লাশ নিজ এলাকায় আনা হলে নবাবগঞ্জের দাফন টিম খবরটি জানলে ঈদের আনন্দ ত্যাগ করে তারা ছুটে যান দাফনের উদ্দেশ্য, সেখানে দাফন সম্পর্ণ করার পর,
তার কিছুক্ষন পরেই উপজেলার চূড়াইন ইউনিয়নে ভজন রাজ বংশী নামক সনাতন ধর্মীয় আরেক
করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পাভেল ও তার টিম,মৃতের সৎকার সম্পর্ণ করেন,
উল্লেখ্য যে দাফন এবং সৎকার দুটি ভিন্ন ভিন্ন টিম,এ দুটো টিমের প্রধান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাবির হোসেন খান পাভেল
জীবনের ঝুকি নিয়ে এমন সাহসী উদ্যোগ হাতে নিয়ে নবাবগঞ্জের সবার মুখে মুখে প্রশংসার এক নাম পাভেল ও তার টিম।



0 Comments